রায়গঞ্জ: SIR এর মাধ্যমে নাগরিকত্ব হরনের চক্রান্তের অভিযোগ তুলে সচেতনতার বার্তা দিতে চন্ডীতলায় CPIML লিবারেশন পার্টির প্রচার
SIR এর মাধ্যমে নাগরিকত্ব হরনের চক্রান্তের অভিযোগ তুলে জন মানষে সচেতনতার বার্তা দিতে চন্ডীতলায় CPIML লিবারেশন পার্টির প্রচার৷ বুধবার সন্ধ্যায় সংগঠনের জেলা সম্পাদক গনেশ সরকার বলেন, SIR এর মাধ্যমে নাগরিকত্ব হরণের চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। আর সেই পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যমে। এই পদক্ষেপের বিরোধিতা করতে এবং জনগনকে সচেতন করতেই তাদের প্রচার কর্মসুচী।