ব্যবসায়ীর ধান বিক্রীর টাকা ও ৭০ বস্তা ধান নিয়ে উধাও গাড়ির চালক। চালকের খোঁজ পেতে হুড়া থানার দ্বারস্থ ধান ব্যবসায়ী। ঘটনার সূত্রপাত গত ৭ই জানুয়ারি। ঝালদা থানার ব্রজপুর এলাকার ধান ব্যবসায়ী টুপেশ্বর প্রসাদ গরাঁই ধান বিক্রীর উদ্দেশ্যে ধান বোঝাই ট্রাক পাঠান পূর্ব বর্ধমানের একটি রাইস মিলে। এরপর থেকে গাড়ির চালকের আর কোনো খোঁজ পাননি। পরে জানতে পারেন, ধান বিক্রীর ২ লক্ষ টাকা সহ ৭০ বস্তা ধান নিয়ে উধাও হয়েছে চালক, বলে অভিযোগ। খালি ট্রাক পড়ে রয়েছে হুড়া থানার লালপুর এল