কেতুগ্রাম ১: SIR শুরু হতেই রাজ্যজুড়ে তৎপর শাসক শিবির, কেতুগ্রামে বিশেষ ‘SIR ওয়ার রুম'-এর তদারকি করলেন বিধায়ক শেখ শাহনওয়াজ
SIR শুরু হতেই রাজ্যজুড়ে তৎপর শাসক শিবির। SIR পর্বের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে কেতুগ্রামে তৈরি হয়েছে বিশেষ ‘SIR ওয়ার রুম’,। যেখানেই BLA-2-দের প্রতিদিন সন্ধ্যায় রিপোর্ট জমা দিতে হবে। বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ ওই ওয়ার রুমের তদারকি করলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ৷ তিনি জানান, কোন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না।