পান্ডুয়ার বৈঁচি নেতাজি সংঘের জগদ্ধাত্রী পূজ এ বছর ৩৪ তম বর্ষ পদার্পণ করল। আজ শুক্রবার রাত আটটা নাগাদ তাদের পুজো মন্ডপে উপচে পড়া মানুষের ভিড়। এদিন এই পূজা কমিটির পক্ষ থেকে সঞ্জয় রার নামে এক উদ্যোক্তা জানান দীর্ঘ ৩৪ বছর ধরে নিষ্ঠার সঙ্গে তারা জগদ্ধাত্রী পূজা করে আসছে। একটি বিশাল আকৃতি প্রাসাদের আদলে তৈরি তাদের এ বছরের পূজা মন্ডপ নজর কেরেছে দর্শনার্থীদের। মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি তাদের,,