বিহারে মুখ্যমন্ত্রী নিতেশ কুমারের কুশপুতলদহ সুতাহাটা জুম্মা মসজিদে সামনে। বিহারে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের এক ছাত্রীকে হিজাব ধরে টান মারে বলে অভিযোগ তারই প্রতিবাদে অল ইন্ডিয়া তহকী জনতার ডাকে বিহারের মুখ্যমন্ত্রী নিতেশ কুমারের নিঃশর্তে ক্ষমা নাহলে পদত্যাগের দাবিতে ভিক্ষোভ ও মুখ্যমন্ত্রী কুশ পুতুল দাহ সুতাহাটা জুম্মা মসজিদের সামনে।শুক্রবার দুপুর দুটোর সময় জুম্মা মসজিদের সামনে বিক্ষোভ দেখায়।