সাব্রুম: সাব্রুম মহকুমার বিভিন্ন এটিএম গুলোতে নেই টাকা এতে করা হয়রানির শিকার গ্রাহকরা
সাবরুম মহকুমার বিভিন্ন এটিএম গুলিতে নেই টাকা কোন কোন এটিএম বন্ধ পরিষেবা দিতে ব্যর্থ ব্যাংক কর্তৃপক্ষ এতে করে হয়রানির শিকার হচ্ছে এগ্রাহকরা এবং সংশ্লিষ্ট এলাকার জনগণ নিজেদের অর্থ গঠিত রেখে টাকা না পেয়ে এক প্রকার খালি হাতে ফিরে যেতে হচ্ছে গ্রাহকের