পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সংসদ অভিজিৎ গাঙ্গুলীর নিখোঁজ সন্ধান চায় নন্দীগ্রামে এমন পোস্টার পড়া নিয়ে চাঞ্চল ছড়াল, নন্দীগ্রামে আজ সংসদের একটি কর্মসূচি ছিল সংসদের,তার আসার আগেইএকাধিক জায়গায় সাংসদ এর ছবি দিয়ে নিখোঁজ সন্ধান চাই বলে পোস্টার পড়ে যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে |তৃণমূলের দাবি,বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই পোস্টটা | বিজেপি নেতৃত্বের বক্তব্য তৃণমূলের রাজনৈতিক দেউলিয়াপনা,সাংসদ এই পোস্টার কে গুরুত্ব দিতে নারাজ |