মানভূমের সাংস্কৃতিক পরিচয় বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজ আদ্রা শহরে অনুষ্ঠিত হল ডহরে টুসু উৎসব। টুসু পরবের প্রাক্কালে টুসু গীতের সুরে পা মেলালেন হাজারও মানুষ। ডহরে টুসু উদযাপন কমিটির উদ্যোক্তা অজয় মাহাতো বলেন - বাঁদনা, টুসু, করম হল মানভূমের সাংস্কৃতিক পরিচয়। কিন্তু ক্রমশ এই ঐতিহ্যবাহী সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। নিজেদের সংস্কৃতি রক্ষার লক্ষ্যেই ডহরে টুসু উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, আদ্রা, কাশিপুর, রঘুনাথপুর এলাকার মানুষ দলমত নির্বিশেষে এদিনের শোভাযাত্