বেলডাঙা ১: বেলডাঙ্গার বিতর্কিত বাবরি মসজিদ প্রসঙ্গে হুমায়ুনের পাশে দাঁড়ালেন SDPI পার্টির সম্পাদক তাহিদুল ইসলাম
বর্তমানে সংবাদ শিরোনামে বেলডাঙ্গা। তথা বাবরি মসজিদ, এই বিষয়ে যার নাম সব থেকে বেশি এখন চর্চিত তার নাম হলো ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কোভির। হুমায়ুনের ঘোষণা অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর বেলডাঙ্গার মাটিতে হতে চলেছে বাবরি মসজিদ। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত জলখোলা হয়েছে মুর্শিদাবাদ তথা রাজ্য জুড়ে, প্রত্যেকেই বিরোধিতা করেছে হুমায়ুনের। তবে এবার বিধায়কের পাশে দাঁড়ালেন SDPI পার্টির অন্যতম কার্যকরতা তাহিদুল ইসলাম।