বর্ধমান ২: বারে বারে মিলেছে আশ্বাস,সোনাপলাশি গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা কেটে বিক্ষোভ গ্রামবাসীদের
প্রতিবাদে গ্রামে ঢোকার মূল রাস্তা কেটে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।খবর পেয়ে পঞ্চায়েত,প্রধান ও পুলিশ গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে। বিডিওকে গ্রামে ঘুরে বেহাল রাস্তা দেখতে বাধ্য করা হয়।রবিবার বর্ধমান ২ ব্লকের সোনাপলাশি গ্রামে এই ঘটনা ঘটেছে। গ্রামের আদিবাসী পাড়ার এক কিলোমিটার ও ধর্মতলায় ২১৫০ ফুটের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল।বার বার প্রশাসনের বিভিন্ন মহলে আর্জি জানিয়েও সেই রাস্তা সংস্কার হয়নি বলে অভিযোগ।