মগরাহাট ২: যুগদিয়া পিয়াদাপাড়া এলাকার বন্ধু সংঘের পরিচালনায় নক আউট ধপাস বল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে
মগরাহাট দু'নম্বর ব্লকের অন্তর্গত যুগদিয়া পিয়দা পাড়া এলাকায় বন্ধু সংঘের পরিচালনায় নকআউট ধাপাস বল প্রতিযোগিতার আয়োজন করা হয় উক্ত এই প্রতিযোগিতা দেখার জন্য এলাকার ক্রীড়া প্রেমিক মানুষেরা ভিড় জমিয়েছে ধাপাস বল প্রতিযোগিতার মাঠে।