ধূপগুড়ি: ধূপগুড়ির কালীরহাট এলাকায় টোটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত -২
ধূপগুড়ির কালীরহাট এলাকায় টোটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত -২ । ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮ টা নাগাদ ধূপগুড়ির কালীরহাট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন টোটো করে কালীরহাট থেকে ধূপগুড়দিকে যাচ্ছিল ঠিক সে সময় ধুপগুড়ির দিক থেকে একটি বাইক এসে টোটোতে ধাক্কা মারে। আহত হন দুই যাত্রী। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনকে জলপাইগুড়ি পাঠানো হয়।