এস আই আর এর চাপে অসুস্থ পিংলার AERO, গত কয়েকদিন আগেই পথ দুর্ঘটনায় পিংলা ব্লকের যুব কল্যাণ দপ্তরের আধিকারিক বাড়ীতেই চিকিৎসাধীন ছিলেন।তারপর ফের তিনি পিংলায় কাজে যোগদান। এস আই আর সংক্রান্ত ব্যাপারে তিনি AERO এর দায়িত্বে ছিলেন। কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ এস আই আর এর কাজের চাপ নিতে না পারায় ফের তিনি গতকাল অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন পিংলার জয়েন্ট ভিডিও। রবিবার তিনি কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।