পুরশুড়া: পুরশুড়া থানার উদ্যোগে পুরশুড়া থানা থেকে মোড়মাথা হয়ে সামন্তরোড থেকে পুনরায় থানায় শেষ হয় সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম
পুরশুড়া থানার উদ্যোগে লোকসভা ভোটের ঠিক আগে সেফ লাইফ সেভ ড্রাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পুরশুড়া থানা থেকে শুরু হয়ে পুরশুড়ার মোড়মাথা হয়ে সামন্তরোড হয়ে পুনরায় থানায় শেষ হয়। থানার অফিসাররা ছাড়াও কনস্টবল হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়াররা পা মেলান। হেলমেট বিহীন বাইক চালক ও সিটবেল্ট না লাগানো চারচাকার চালকদের স্বচেতন করতেই এই র্যালি।