গোপীবল্লভপুর ২: শিশু কন্যাকে কীটনাশক খাওয়ানোর ঘটনায় শিশুটির বাবাকে জিজ্ঞাসাবাদ করল বেলিয়াবেড়া থানার পুলিশ
শিশু কন্যাকে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টার অভিযোগে শিশুটির ঠাকুমা বেলিয়াবেড়া থানার পুলিশ হেফাজতে রয়েছে । চেন্নাই থেকে রবিবার ফিরে সোমবার বিকেলে মায়ের সঙ্গে শিশুটির বাবা দেখা করতে গেলে বেলিয়াবেড়া থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কি না সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করে। ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ( হেডকোয়ার্টার ) সৈয়দ এম এম হাসান বলেন,'শিশুটির বাবাকে থানায় জিজ্ঞাসাবাদে পর ছেড়ে দেওয়া হয়'।