রঘুনাথগঞ্জ ১: জামুয়ার অঞ্চলের SIR ক্যাম্প পরিদর্শনে রঘুনাথগঞ্জ-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া মানুয়ারা খাতুন
আজ দুপুর দুটো নাগাদ মুর্শিদাবাদের জামুয়ার অঞ্চলে আয়োজিত SIR (Special Inspection and Review) ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ-১ পঞ্চায়েত সমিতির মাননীয়া সভাপতি মানুয়ারা খাতুন। ক্যাম্প পরিদর্শনকালে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সরকারি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও পরিষেবা প্রদানের মান পর্যালোচনা করেন।