নাকাশিপাড়া: লক্ষ্মীর ভাণ্ডার এর জমানো টাকা দিয়ে দয়াল নগর জননী সংঘের দশমী পুজোর সমাপন হল
নাকাশীপাড়া দয়াল নগর এরজননী সংঘের পূজায় এ বছর দ্বিতীয় বর্ষ ছিল। আজ দশমী পূজোতে দ্বিতীয় বছরের পূজো সমাপ্ত হল। নাকাশীপাড়া একটি প্রত্যন্ত গ্রাম দয়াল নগর এই দয়াল নগরের মহিলারা ঠিকতাদের পুজো দেখতে শুধু বেথুয়াডহরি অথবা ধুবুলিয়া, মুড়াগাছায় যেতে হতো। কিন্তু ফিরতে রাত হয়ে যায় তাতে তাদের অসুবিধা হতো । এরপর তারা ঠিক করলেন যে এলাকাতে তারা মহিলারা নিজেরাই পুজো করবেন । এখানে পুরুষদের রাখবেন না পুজোতে। কিন্তু ফিরতে রাত হয়ে যায় তাতে তাদের অসুবিধা হতো।