হুড়া: লধুড়কায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে ৫৯ টি পরিবার তৃণমূলে যোগদান
Hura, Purulia | Oct 17, 2025 বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তৃণমূলে যোগদান হুড়ায়।শুক্রবার হুড়া ব্লকের লধুড়কা প্রাইমারী স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত হয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। লধুড়কা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বিজেপি ও সিপিএম দল থেকে ৫৯ টি পরিবার তৃণমূলে যোগদান করেন বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের লধুড়কা অঞ্চল সভাপতি কার্তিক মুখার্জী। এইদিন বিকাল সাড়ে পাঁচটার সময় তৃণমূল দলে যোগদান কারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হুড়া ব্লক সভাপতি সুভাষ মাহাত।এছাড়াও এইদিনের অন