কাশীপুর: ডমমকিয়ারী গ্রামে আমাদের পাড়া,আমাদের সমাধান শিবিরে গিয়ে গ্রামবাসীদের সমস্যার কথা শুনলেন BDO
আমাদের পাড়া,আমাদের সমাধান শিবিরে গিয়ে গ্রামবাসীদের সমস্যার কথা শুনলেন বিডিও।বুধবার আমাদের পাড়া আমাদের সমাধান শিবির হয় কাশীপুর ব্লকের সিমলা অঞ্চলের ডমনকিয়ারী জুনিয়র হাইস্কুলে।এইদিন বিকাল চারটার সময় কাশীপুর বিডিও সুপ্রীম দাস শিবির পরিদর্শন করেন এবং এলাকার মানুষদের সমস্যার কথা শুনেন।তিনি গ্রামবাসীদের সমস্যা এবং দাবি গুলো লিখিত আকারে জানাতে বলেন।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।