মেমারি ১: বিজ্ঞানের আলো প্রতি ঘরে জ্বালো - মেমারিতে কুসংস্কার বিরোধী অনুষ্ঠান
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেমারি-১ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রবিবার বিকালে মেমারির আমদপুর বাস স্ট্যান্ডে পথসভা, ৪০ তম বর্ষের সংগঠনের কাজ উদ্দেশ্য ও অগ্রগতির ইতিহাস নিয়ে লিফলেট বিলি ও অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।