এগরা ১: এগরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদাধিকারী ও প্রশাসনিক ব্যবস্থার সাথে যুক্ত নেতৃত্ব দের সাথে সাংগঠনিক আলোচনা
এগরা বিধানসভার এগরা-১, এগরা-২নং ব্লক ও পৌরসভাএলাকার তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদাধিকারী ও প্রশাসনিক ব্যবস্থার সাথে যুক্ত নেতৃত্ব দের সাথে সাংগঠনিক আলাপ আলোচনায় হলো। উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডা সহ প্রমুখ।