কাশীপুর: ১৯৯৮ সাল থেকে গৌরাঙ্গডি গ্রাম পঞ্চায়েতের সদস্য তপন হালদার টালির বাড়িতে থেকে প্রতিনিয়ত মানুষের পরিষেবা দিয়ে চলেছেন
রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন দেখা গেছে নেতারা অট্টালিকার বাড়ি বানিয়ে চার চাকা গাড়িতে দাপিয়ে বেড়াচ্ছেন, তখন তার উল্টো চিত্র ধরা পড়ল পুরুলিয়া জেলার কাশিপুর ব্লকের গৌরাঙ্গডি গ্রাম পঞ্চায়েতে।জানা যায়, গৌরাঙ্গডি গ্রাম পঞ্চায়েতের সদস্য তপন হালদার ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। টানা দশ বছর ধরে গৌরাঙ্গডি গ্রাম পঞ্চায়েতের সদস্য। পেশায় মুদিখানার দোকান আর আর টালির বাড়িতে থাকেন। হাওয়াই চপ্পল পরা এই মানুষটি মানুষের সুখে দুখে সব সময়ই পাশে থা