স্বরূপনগর: হাকিমপুরে মানব পাচার প্রতিরোধে AHTU ইউনিটের বিশেষ উদ্যোগ
২০শে অক্টোবর বিকাল ৪ টা নাগাদ ১৪৩ বি এন বিএসএফের উদ্যোগে হাকিমপুর বিওপির এন্ট্রি হিউম্যান ট্রাফিকিং এর ব্যবস্থাপনায় আয়েশা খাতুন সালাফিয়া মাদ্রাসা এন্ড দি গ্লোরিয়াস একাডেমি চত্বরে মানব পাচার প্রতিরোধ সহ কালোবাজারি ,বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রমিক মুক্ত অঞ্চল গঠন করার লক্ষ্যে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করে |এই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার সাহেব, কোষাধক্ষ্য ফখরুদ্দিন সদ্দার, সহ-শিক্ষক রকিবুল ইসলাম সরদার ,এনজিও প্রতিনিধি সুব্রত