ভয়াবহ দুর্ঘটনার কবলে বিডিওর গাড়ি। জখম বিডিও সহ গাড়ির চালক। রবিবার বিকাল সাড়ে ৫ টা নাগাদ, হুড়া ব্লকের বিডিওর গাড়ি পাবড়াপাহাড়ি গ্রামের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি পাবড়াপাহাড়ি থেকে হুড়ার দিকে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় জখম হন হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম ও তাঁর গাড়ির চালক। স্থানীয় ও পুলিশের সহায়তায় তাঁদের উদ্ধার করে হুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিডিও আরিকুল ইসলামের হাতে-পায়ে ও মাথায় চোট লে