ব্যারাকপুর ২: বলাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে দমকল ও পুলিশের কর্তারা
বলাগড় ইশরীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাসায়নিক কারখানায় মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হলো রাসায়নিক কারখানার পাশে থাকা একটি গেঞ্জি কারখানা রুটি কারখানায় সম্পূর্ণভাবে বশীভূত হয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের কুড়িটি ইঞ্জিন এছাড়াও ঘটনাস্থলে আসেন উপ মহা নির্দেশক দমকল অভিজিৎ পান্ডে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পাল মুরলীধর, উপনগর পাল সদর অতুল বিশ্বনাথন উপনগর পাল মধ্য ইন্দ্রবদন ঝাঁ, অতিরিক্ত উপনগর পাল ব্যারাকপুর মোহাম্মদ বদদ