সাগর: রেকর্ড গড়তে চলেছে গঙ্গাসাগরের কয়লাপাড়া: ২৫ বছরে ৩৫ ফুটের কালী প্রতিমা
কালীপুজো মানেই মায়ের আরাধনা আর সেই সঙ্গে জাঁকজমকপূর্ণ উৎসব। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কয়লাপাড়া সেই উৎসবকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়। স্থানীয় ফুটবল মাঠে গ্রামবাসীদের উদ্যোগে তৈরি হচ্ছে এক বিশাল কালী প্রতিমা, যার উচ্চতা প্রায় ৩৫ ফুট। উত্তর হারাধনপুর ও দেবী মথুরাপুর যুব গোষ্ঠীর ব্যবস্থাপনায় এই পুজো এবার রজত জয়ন্তী বর্ষে, অর্থাৎ ২৫ তম বছরে পা রাখল।।