সমস্ত অঞ্চলে ধান ক্রয় কেন্দ্র স্থাপন, ধান বিক্রীর নিয়ম সরলীকরণ সহ পাঁচ দফা তুলে পথে নামল বামেরা। পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার কাশিপুর ব্লক কমিটির ডাকে সোমবার বিকাল ৪টা নাগাদ কাশিপুর পার্টি অফিস থেকে কিষাণ মান্ডি পর্যন্ত মিছিল করেন বাম কর্মী-সমর্থেকরা। মিছিল থেকে শ্রম কোড বাতিল ও রেগা প্রকল্পের নাম পরিবর্তনের বিরুদ্ধেও সুর চড়ান তাঁরা। রেগা নাম পরিবর্তন বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এদিন ADA অফিসে পাঁচ দফা সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়, বলে জ