গোপীবল্লভপুর ২: স্বাস্থ্য দফতরের ঘোষনা মতো গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকে চালু হল একটি ভ্রাম্যমাণ চিকিৎসা যান,উদ্বোধন করলেন বিধায়ক
স্বাস্থ্য দফতরের ঘোষণা মতো গোপীবল্লভপুর ২ ব্লকে চালু হল একটি ভ্রাম্যমাণ চিকিৎসা যান। সোমবার ফিতা কেটে চিকিৎসা যানের উদ্বোধন করেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্ৰাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র,গোপীবল্লভপুর ২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী, ব্লক স্বাস্থ্য আধিকারিক... প্রমুখ। জানা গিয়েছে এই চিকিৎসা যান প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করবে।