গড়বেতা ১: চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল দুই চোর অভিযুক্তদেরকে তোলা হলো গরবেতা আদালতে
চুরি করতে গিয়ে হাতে হাতে ধরা পরল দুই চোর অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদ এর পরে উঠে আসে এক তথ্য জানা যাচ্ছে এরা ভিন রাজ্য থেকে এসে চন্দ্রকোনা রোডের গোয়েদাহ এলাকায় বাড়াবাড়িতে থাকতেন এবং সেখান থেকে একের পর এক এই চুরির ঘটনা ঘটাতেন এই আসানসোল থেকে এরা এই চন্দ্রকোনা রোডে এসেছিল ঘটনা পরে অভিযুক্তদের কে তোলা হয় আদালতে।