ব্যারাকপুর ২: বরানগরে বাগজোলা খালের জমি অবৈধ ভাবে দখলের অভিযোগ, অভিযোগ ভিত্তিহীন দাবি পৌর প্রতিনিধির
বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত সতীশ সেননগর এলাকায় বাগজোলা খালের উপর শাল বললা দিয়ে অবৈধভাবে খালে জমি দখল করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের যে খালের একপাশে রয়েছে সতিস সেননগর অপর পাশে রয়েছে মৎস্যজীবী কলোনি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্থানীয় এক বাসিন্দা, খাল ভরাট করে অবৈধভাবে নির্মাণ কাজ চালাচ্ছে।