ব্যারাকপুর ২: বিটি রোড টিটাগড় গির্জা বাজারে পথ দুর্ঘটনা গুরুতর আহত এক মহিলা
টিটাগড় থানার অন্তর্গত টিটাগড় গির্জা বাজার এলাকায় বিটি রোডের উপর দ্রুতগতিতে আসা একটি বাইক ধাক্কা মারে সাফিয়া খাতুন নামের এক মহিলাকে ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়লে মহিলাকে স্থানীয় বাসিন্দারা ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হয়েছেন মহিলা যে বাইকের সঙ্গে ধাক্কা লাগে সেই বাইকের চালোকও আহত হয়েছেন