ভাতার: ভাতারের সোদখালি এলাকায় মহা ধুমধামে পালিত হল হনুমান পুজো
ভাতারের সোদখালি এলাকায় মহা ধুমধামে পালিত হল হনুমান পুজো, শনিবার ৭:৩০ মিনিটে পুজো উপলক্ষে শুরু হলো। হরিনাম সংকীর্তন। দীর্ঘ 9 বছর ধরে ভাতারের সোদখালি এলাকায় মহা ধুমধামে পালিত হচ্ছে হনুমান পুজো। সকাল থেকে নানা পূজো পাটের আয়োজন করা হয়। বিকালে বিতরণ করা হয় মহা প্রসাদ। সন্ধ্যায় শুরু হয়েছে হরিনাম সংকীর্তন। রাত্রে শতাধিক মানুষকে খাওয়ানো হবে খিচুড়ি ভোগ। এই পুজোকে কেন্দ্র করে মেতে উঠেছেন এলাকার মানুষজন।