ব্যারাকপুর ২: ঘোষপাড়া রোডের উপর ইছাপুর চৌমাথায় পথ দুর্ঘটনা আহত দুই গুরুতর আহত ১
ঘোষপাড়া রোড এর ওপর টিছাপুর চৌমাথায় পথদুর্ঘটনা, শ্যামনগরের দিক থেকে ব্যারাকপুরের দিকে আসার সময় হঠাৎই এক পথচারী রাস্তার মাঝে চলে আসায় অটোটি ব্রেক কষলে, উল্টে যায় অটোটি, ঘটনায় আহত আহত হন দুইজন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুজনকে ব্যারাকপুর ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়, ঘটনার খবর পেয়ে ঘটনা চলে আসে নোয়াপাড়া থানার পুলিশ এবং আতপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক, ঘটনা