গোপীবল্লভপুর ২: লালকেল্লা কাণ্ডে নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন।অপ্রীতিকর ঘটনা এড়াতে বাহান্না এলাকায় কড়া নজরদারি বেলিয়াবেড়া থানার পুলিশের
দিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী। বিস্ফোরণের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় একাধিক গাড়ি, আহত বহু। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে দশজনের বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকেই সারা দেশে জারি হয়েছে সতর্কতা। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার রাতে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বাহান্না এলাকার নাকা পয়েন্টে কড়া নজরদারি চালায় বেলিয়াবেড়া থানার পুলিশ।এদিন এলাকায় রাস্তার উপর একাধিক যাত্রীবাহী গাড়ি ও বাইক থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।