স্বরূপনগর: পৃথক ঘটনা তদন্ত নেমে স্বরূপনগর থানা ও বিএসএফের তৎপরত তাই গ্রেফতার 3, পাঠানো হলো আদালতে
গতকাল বিকাল নাগাদ তারালি সীমান্ত এলাকা দিয়ে মোটরবাইক সহযোগে ১১ খানা বিভিন্ন ব্রান্ডের মোবাইল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের জওয়ানরা ঐ মোটরবাইক চালককে সন্দেহবশত আটক করে |মোটরবাইক তল্লাশি করার পর তার নিকট থেকে ১১ খানা বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন উদ্ধার করে বিএসএফ | গতকাল রাত্রে পাচারকারী ওই যুবকসহ উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেয় বিএসএফ |পুলিশ তাকে গ্রেফতার করে ,পুলিশ সূত্রে জ