স্বামী বিবেকানন্দর ১৬৩তম জন্ম দিবস পালন করলো দেগঙ্গা ব্লকের ভাসলিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠ। এই উপলক্ষে সোমবার সকাল দশটার সময় ভাসলিয়া থেকে দেগঙ্গা বাজার হয়ে কার্তিকপুর বাজার পর্যন্ত টোটো করে একটি রেলি বের করা হয়। সেখান থেকেই রেলি আবার ফের বেলা বারোটা নাগাদ ইস্কুলে পৌঁছায়। স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষক-শিক্ষিকারা এই র্যালিতে অংশগ্রহণ করে। পরে বিদ্যালয়ে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।