আউশগ্রাম ১: পুজোয় বোনাস মেলেনি, মিলছে না ওভারটাইমের টাকাও, বড়া চৌমাথা এলাকায় ইথানল কারখানায় তুমুল বিক্ষোভ দেখালেন শ্রমিকরা
পুজোয় বোনাস মেলেনি। মিলছে না ওভারটাইমের টাকাও। তাছাড়া পাওয়া যাচ্ছে না আনুষাঙ্গিক সুযোগ সুবিধা। ফলে সংসার চালাতে নাভিশ্বাস অবস্থা। পরিস্থিতি বেগতিক বুঝে বুধবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ আউশগ্রামের বড়া চৌমাথা এলাকায় থাকা ইথানল কারখানাথ তুমুল বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। প্রায় শ'দুয়েক শ্রমিক কারখানার গেট বন্ধ করে এদিন বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের জেরে কারখানার অফিসের কয়েকজন কর্মীও আটকে পড়েন।