কাশীপুর: বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সার্ধশতবর্ষের তিরঙ্গা যাত্রা উদযাপন কাশীপুর মন্ডল ৫ বিজেপির পক্ষ থেকে
বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সার্ধশতবর্ষের তিরঙ্গা যাত্রা উদযাপন বিজেপির।শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার সময় কাশীপুর মন্ডল ৫ বিজেপির পক্ষ থেকে কাশীপুর জুড়ে জাতীয় পতাকা নিয়ে র্যালী ও হাটতলা মোড়ে পথসভা হয়।এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতা স্বপন চৌধুরী, মন্ডল সভাপতি দেবাশীষ মাহাত, কলাবনী গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা যুব মোর্চার নেতা সঞ্জিত মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব। সন্ধ্যা ছয় টার সময় আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।