সাগর: দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে নৈহাটির 'বড়মা'-এর আদলে ২১ ফুটের কালী প্রতিমা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সমাজসেবার বার্তা নিয়ে এ বছর ১১তম বর্ষে পদার্পণ করল দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের খানসাহেব আবাদ এলাকার ‘শ্রী শ্রী শ্যামা পুজো কমিটি’-র পুজো। প্রতি বছরই এই কমিটির পুজোতে থাকে নতুনত্বের ছোঁয়া। কিন্তু এ বছর তাদের প্রধান আকর্ষণ হতে চলেছে নৈহাটির সুপ্রসিদ্ধ 'বড়মা'-এর আদলে তৈরি কালী প্রতিমা। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর তাদের কালী প্রতিমা তৈরির হচ্ছে।।