ভাতার: ভাতারের ওরগ্রাম জাতীয় সড়কে আবারও অজানা গাড়ি ধাক্কায় মারা গেলেন এক যুবক ঘটনায় এলাকায় চাঞ্চল্য
গতকাল রাত্রে অজানা গাড়ির ধাক্কায় ভাতারের ওরগ্রাম জাতীয় সড়কে মারা গেল এক মোটরসাইকেল আরোহী ।সোমবার ভাতার থানার পুলিশ জানালেন ওই যুবকের বাড়ি মঙ্গলকোটের কাসেমনগর এলাকায়। গত এক সপ্তাহে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মারা গেল চারজন এলাকার মানুষ আতঙ্কিত। মৃতদেহ আজ অর্থাৎ সোমবার ময়নাতদন্ত হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।