নাকাশিপাড়া: বিসর্জনের পর দুষন মুক্ত রাখতে বেথুয়াডহরি ১পঞ্চায়েত পুষ্করিণী ঘাট পরিষ্কার করালেন জেসিবি দিয়ে
দশমীর দিন বৃহস্পতিবার এবং শুক্রবার দুই রাত্রিতে শতাধিক দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হয় বেথুয়া ডহরিতে । বেথুয়াডহরী এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম জগদানন্দপুর মাঠপাড়ার আদি কালীমন্দিরের সামনে একটি বড় পুষ্করিণী রয়েছে। সেই পুষ্করিণীতে প্রায় শতাধিক প্রতিমা নিরঞ্জন করা হয়েছে । সেই পুকুর ঘাটে আজ শনিবার জেসিবি দিয়ে বেথুয়াডহরি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের উদ্যোগে পরিষ্কার করা হল।