দুবরাজপুর: দিল্লির জাতীয় কবিমঞ্চে সাঁওতালি সুরে বাজল বীরভূম, ২৩ ভাষার ভিড়ে উজ্জ্বল শিবু সরেন!
দিল্লির রঙ ভবনে আকাশবাণীর আয়োজিত ‘সর্বভাষা কবি সম্মেলন ২০২৬’-এ সাঁওতালি ভাষার প্রতিনিধি হিসেবে অংশ নিলেন দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের শিক্ষক শিবু সরেন। দেশের ২৩টি ভাষার কবিদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গ থেকে তিনি সাঁওতালি এবং শ্রমিক বসু বাংলা ভাষার কবি হিসেবে নির্বাচিত হন। স্মারক হিসেবে শাল, রেডিও ও আকাশবাণীর ঐতিহ্যবাহী মাইক্রোফোন-স্মারক পান শিবু সরেন। বুধবার তিনি জানিয়েছেন, অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ২০২৬ সালের ২৫ জানুয়ারি রাত ৮টায়।