নাকাশিপাড়া: সোনাডাঙ্গা স্টেশনপাড়া থেকে উদ্ধার প্রায় দুই ফুট দৈর্ঘ্যের চন্দ্রবোড়া সাপ রেস্কিওয়ার দীপঙ্কর চক্রবর্তীর
ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া সোনাডাঙা স্টেশনপাড়া বিপুল সরকারের বাড়িতে। আজ বিপুল সরকারের স্ত্রী সোনালী সরকার সেলাই মেশিনে কাজ করার সময় আচমকাই একটি চন্দ্রবোড়া সাপ দেখতে পান। এরপর সাথে সাথে খবর দেওয়া হয় বেথুয়াডহরি বনদপ্তরে। বনদপ্তর এর রেসকিউরয়ার দীপঙ্কর চক্রবর্তী, খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে যান এবং সাপটি বাথরুমে ঢুকে যায় সেখান থেকে সাপটিকে উদ্ধার করেন তিনি। আতঙ্ক মুক্ত করেন বিপুল সরকারের বাড়ির লোকেদের।