ব্যারাকপুর ২: ব্যারাকপুরে আয়োজিত পুজোর কার্নিভাল উপলক্ষে ব্যারাকপুরে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ পুলিশের পক্ষ থেকে
ব্যারাকপুরে আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল উপলক্ষে ব্যারাকপুর শহরের একাধিক রাস্তায় যাননিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। এর মধ্যে ব্যারাকপুর ঘোষপাড়া রোড, এস এন ব্যানার্জি রোড, বিটি রোড, ব্যারাকপুর বারাসাত রোড, ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে রয়েছে। বিকেল চারটে থেকে কার্নিভাল শুরুর সময় থাকায় বেলা দুটো থেকেই যার নিয়ন্ত্রণ করা হবে এই সমস্ত রাস্তায় বন্ধ থাকবে বাস পণ্য বোঝাই গাড়ি চলাচল ।