কাশীপুর: রদবদল কাশীপুরে,শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাপস রায়কে সরিয়ে ব্লক সভাপতি করা হল পুরনো দিনের দলের কর্মী সন্তোষ চতাটার্জীকে
তৃণমূলের রদবদল কাশীপুরে।শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাপস রায়কে সরিয়ে ব্লক সভাপতি করা হল পুরনো দিনের তৃণমূল কর্মী তথা গগনাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ চ্যাটার্জিকে।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাত টার সময় রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানান হয়,এই রদবদল। ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই রদবদল বলে জানা যায়।অন্যদিকে পুনরায় কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রাখা হল সুদেব হেমব্রমকে।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।