আউশগ্রাম ১: গুসকরায় বসতি এলাকা থেকে পুর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ উদ্ধারে ব্যাপক আতঙ্ক ছড়ালো এলাকায়
গুসকরায় বসতি এলাকা থেকে প্রায় ৪ ফুট লম্বা একটি পুর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ উদ্ধার করলেন বনকর্মীরা। গুসকরা শহরের বজরাপুকুর পাড় এলাকায় বুধবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বজরাপুকুর পাড় এলাকায় ঘন বসতি রয়েছে। আর সেখানেই সাপটিকে দেখতে পান স্থানীয়রা। এরপরেই বনবিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। তারপর শেষমেষ সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।