এগরা ১: কোলাঘাট হলদিয়া জাতীয় সড়কে রাধামনীতে বেপরোয়া প্রাইভেট কারে ধাক্কায় মৃত ১ জখম ৪,মৃতদেহের ময়নাতদন্ত তমলুক হসপিটাল
কোলাঘাট হলদিয়া জাতীয় সড়কের রাধারানীতে বেপরাপ প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু ১ যখন ৪ তমলুকের রাধা মনেতে হলদিয়া গ্রামে একটি প্রাইভেটকার সাইকেল ধাক্কা মারলে পদমপুরের ৪৫ বছরের সোমনাথ ভট্টাচার্যের মৃত্যু হয় তার ছেলের সৌমজিৎ গুরুতর আহত হয় স্থানীয়রা গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে চাল গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে তখনএক বাইকের ধাক্কা মারে ফলে বাইক চালক এবং পথ চলতি এক মহিলা মারাত্মকভাবে জখম হয় |গাড়িটিকে পুলিশ ধরা করে কাকগেছিয়াতে আটক করে চালক গ্রেফতার |