পুরুলিয়া ১: দুটি ব্লকের নেতৃত্ব ওBLA2 দের নিয়ে sir সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা শিবির এম এস ইন্ডোর স্টেডিয়ামে
আজ বিকেলে পুরুলিয়া এক নম্বর ও পুরুলিয়া দু নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব দের নিয়ে এবংBLA 2 দের নিয়ে এস আই আর সংক্রান্ত বিষয়ে একটি প্রশিক্ষণ ও প্রত্যেক অঞ্চলে বাংলার ভোট রক্ষা শিবির গঠন সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হলো এম এস ইন্দোর স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ,সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্বরা।