আউশগ্রাম ১: গুসকরায় টোটো চালকদের নিয়ে বৈঠক করল তৃণমূল কংগ্রেস, অনলাইন টোটোর রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা করা হয়
টোটো চালকদের নিয়ে মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ বৈঠক করল তৃণমূল কংগ্রেস। গুসকরা বাসস্ট্যান্ড এলাকায় একটি অনুষ্ঠান ভবনে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন গুসকরা শহর তৃণমূলের সভানেত্রী মল্লিকা চোঙদার, গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় সহ অনান্যরা। জানা গিয়েছে, রাজ্য সহ জেলায় দিন দিন বেড়ে চলেছে অবৈধ টোটোর সংখ্যা। ফলে যানজট তৈরী হচ্ছে শহর গুলিতে। ফলে যাত্রী নিয়ে রাস্তায় চলাচল করলে নিরাপত্তার প্রশ্ন থেকেই যায়।