হেমতাবাদে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করাহল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC র প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার সকালে হেমতাবাদ বাসস্ট্যান্ডে INTTUC র পতাকা উত্তলন করাহয়। এরপর হেমতাবাদ সদর এলাকায় একটি মিছিল করার পাশাপাশি হেমতাবাদ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতর করাহয়। INTTUC র হেমতাবাদ ব্লক সভাপতি সৌরভ আলী , তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন সহ অন্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে।